আজ ১১ ই নভেম্বর, সখিপুর উপজেলায় ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তারপর চলে ভোট গণনা।
ভোট গণনার পরে সখিপুর উপজেলার যাদবপুর, বহুরিয়া, বহেড়াতৈল ও কাকড়াজান-এই চারটি ইউনিয়নে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- যাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ হোসেন, বহুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সরকার নূরে আলম মুক্তা, কাকড়াজান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।