টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ২ জন আহত হয়। সোমবার সকালে ঘাটাইলে এবং রোববার রাতে কালিহাতী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্কুল শিক্ষার্থী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৩), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর (১৫) ও মৃত রমজান আলীর ছেলে সাইম (১৬) এবং কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হাসান (১৯)।
ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি অভার স্পীডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনার পরে নিহতেদের লাশ স্বজনরা যার যার বাড়িতে নিয়ে যায়|
অপরদিকে, রোববার রাতে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় রাকিব হাসান নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়।
পুলিশ জানায়, হতাহতরা রাতে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে তারা চরভাবলা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।