কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করার সময় এলাকাবাসীর হাতে ধরা খেল অভিযুক্ত রাজু; উদ্ধার করল পুলিশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ এবং ঘটনার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জানুয়ারি ওই গৃহবধূকে পরিত্যক্ত রাইস মিলে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন মজনু মিয়ার ছেলে রাজু। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভিকটিমকে দীর্ঘ দিন ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন অভিযুক্ত রাজু জনসম্মুখে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে মারপিট করে আটকে রাখে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গ্রেপ্তার দেখায়।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
নারীর নিরাপত্তা নিশ্চিতে ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা পুলিশের।