এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল-৫ আসনে টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। প্রশাসন নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সন্ত্রাস, মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি উন্নত টাঙ্গাইল উপহার দিতে চাই।”
যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ আসনের প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৪ ডিসেম্বর দল তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে এবং ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
টাঙ্গাইল সদর আসনে টুকুর মনোনয়ন বৈধ হওয়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।