থানায় অভিযোগের পরও ছিনতাইকারী মুক্ত; মধুপুর থানা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ
নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী সাংবাদিকের সংবাদ সম্মেলন; টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা
আইনের আশ্রয় নিতে গিয়ে উল্টো নিরাপত্তাহীনতায় পড়েছেন এক সাংবাদিক। থানায় লিখিত অভিযোগ, হাতেনাতে মোটরসাইকেল উদ্ধার এবং আসামি আটক—সবকিছুর পরও রহস্যজনকভাবে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আশিক।
শনিবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আলামিন হোসেন বাবুর বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ করায় প্রতিশোধ হিসেবে ১৯ ডিসেম্বর বিকেলে তাঁর মোটরসাইকেল ছিনতাই করা হয়।
অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার এসআই আরিফুল মোটরসাইকেল ও আসামিকে আটক করলেও পরদিন সকালে কোনো তদন্ত ছাড়াই একটি পাল্টা অভিযোগের ভিত্তিতে আসামিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
তিনি প্রশ্ন তোলেন, “মোটরসাইকেলসহ হাতেনাতে আটক হওয়া একজন অভিযুক্ত কীভাবে কোনো তদন্ত ছাড়াই মুক্তি পায়? আইনের আশ্রয় নিলে কি অপরাধীরাই বেশি সুরক্ষা পাবে?” বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।