টাঙ্গাইল কালিহাতীতে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই টিকাদান কর্মসূচি
টাইফয়েড প্রতিরোধে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল কালিহাতীতে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি দেশের শিশু-কিশোর ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকাদানের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানসহ সংশ্লিষ্ট সকলেই অংশ নেন।