কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট
টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবদল নেতাকে মারধর করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারান্দিয়া মধ্যপাড়া এলাকায় একটি চা-স্টলে এই ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবদল নেতাকে মারধর করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারান্দিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল হাসান এরশাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রাতে চা-স্টলে বসা অবস্থায় রফিক, কোরান আলী, রুবেল, রাজ্জাক, কানু মিয়া, জীবন, জামালসহ কয়েকজন এরশাদের ওপর হামলা চালায়। তারা লোহার রড, বাঁশের লাঠি ও কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
ভুক্তভোগীর বড় ভাই জাহাঙ্গীর আলম এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালিহাতী থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই শফিকুল আলম শফিক বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।