টাঙ্গাইল
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী ও পিকআপচালক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানচালককে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ এবং ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।