কালিহাতীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
টাঙ্গাইলের কালিহাতীতে জুয়া খেলার সময় হাতেনাতে আটক, পাঠানো হয়েছে আদালতে
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের গতকাল শুক্রবার (১৮ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন: এলেঙ্গা পৌর এলাকার মশাজানের আব্দুল আজিজ (৫২), আনছের আলী (৬০), সুমন বনিক (৪২), আমজাদ হোসেন (৬৭), শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের হালিম (৫৩), পৌলী এলাকার হযরত আলী (৭৩) এবং বানিয়াবাড়ীর অমূল্য ঘোষ (৬৫)। এরা সকলেই কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কালিহাতী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা পৌর এলাকার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে একটি জুয়ার আসর চলছিল। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আছাদুজ্জামান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলাই ঠাকুরের ছাপড়া ঘরে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। পুলিশ দেখে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও তাদের তাৎক্ষণিকভাবে ধরে ফেলা হয়।”
অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি কম্বল, ৩ সেটে মোট ১৫৬টি তাস এবং নগদ ৬৭ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।
আটককৃত ৮ জুয়াড়ির বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।