নকল সরবরাহে আটক ছাত্রদল নেতা মৃদুল কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (১ জুলাই) সকালে তিনি হাতেনাতে ধরা পড়েন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি **মো. মৃদুল হাসানকে** সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
**মঙ্গলবার (১ জুলাই) সকালে** ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় প্রশ্নপত্রের উত্তর সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মৃদুল হাসান। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) **সিফাত বিন সাদেক** ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষাপটে কালিহাতী উপজেলা বিএনপি জরুরি সভা করে জানায়, ব্যক্তিগতভাবে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তা দলীয় নয় এবং এর দায়ভার দল নেবে না।
পরে আজ সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃদুল হাসানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি **রাকিবুল ইসলাম রাকিব** ও সাধারণ সম্পাদক **নাছির উদ্দীন নাছিরের** যৌথ অনুমোদনে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। এছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে মৃদুল হাসানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক।