নকল সরবরাহে ছাত্রদল নেতা আটক, দায় নিল না বিএনপি
কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য; বেনজির আহমেদ টিটুর কড়া মন্তব্য
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় এই ঘটনা ঘটে, যা উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শিক্ষা ও নৈতিকতার এমন স্পর্শকাতর মুহূর্তে ছাত্রদলের একজন নেতার এমন কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কীভাবে আটক হলেন মৃদুল হাসান?
প্রশ্নপত্র পাওয়ার পরই বাইরে থেকে উত্তর সংগ্রহ করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এর সামনে পড়েন মৃদুল হাসান। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে।
বিএনপির বক্তব্য: ‘অপকর্মের দায় ব্যক্তিগত’
ঘটনার পরপরই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক জরুরি বৈঠক ডেকে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তারা জানান, ছাত্রদলের কোনো সদস্য যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে সেটি তার ব্যক্তিগত দায়। দল কখনোই এমন অপকর্মের দায়ভার নেবে না।
এ বিষয়ে বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেন, “কালিহাতীতে বিএনপির নাম ভাঙিয়ে এবং বিএনপির যে কোনো পর্যায়ের নেতা অপকর্মের সাথে জড়িত থাকলে বিএনপি তার দায় নেবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, তিনি কালিহাতীর প্রতিটি সভা-সমাবেশে চাঁদাবাজ, দখলদার এবং যে কোনো অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য দিয়ে আসছেন।