নারায়নগঞ্জ

শাওনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় শাওনের দাফন শেষ হওয়ার পরই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই মিলন প্রধান।

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাত ১২টায় মর্গ থেকে নিহত শাওনের মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশি প্রহরায় রাত দেড়টায় তার দাফন সম্পন্ন হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাওনের বাড়িতে সমবেদনা প্রকাশ করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এর আগে সকাল ১১টায় এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ও বিএনপি নেতাকর্মীরা।

এসময় শাওন যুবদলের নেতা ও তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে এ হত্যার বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শাওনকে হত্যার মাধ্যমে একটি গণতান্ত্রিক আন্দোলনকে হত্যা করা হয়েছে। এর বিচার একদিন করা হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ওপর হামলার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, শাওন কিসের আঘাতে নিহত হয়েছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker