মাদারীপুরের ডাসারের এক কিশোরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগে মামলা করা হলে সেই মামলায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
ভুক্তভোগী লাকী আক্তার জানান, আমার ছেলে সজীব মাতুব্বরকে (১৮) ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের। আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই।
এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরে আসামীরা আত্মগোপনে চলে যায়। সেই মামলার এজাহার নামীয় দুজন পলাতক আসামিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা হতে শুক্রবার গ্রেফতার করে নিয়ে আসেন। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যায়। এদিকে তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবি জানায়।
এব্যাপারে ডাসার থানার ওসি বলেন, মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।