মাদারীপুরের ডাসারে মানবপাচারকারীর এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে এ মানববন্ধনে অংশগ্রহণ করেছে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (৩ মার্চ) সকালে ডাসার থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সন্তানদের ফিরে পেতে ও মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের আসা দিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের সন্তানদের লিবিয়া দিয়ে ইতালি পাঠাবে বলে আশ্বাস দেয়। এরপর ফরহাদ মাতুব্বরের কথা মতে ভুক্তভোগীরা ভিটেমাটি বিক্রি করে ২০ থেকে ৩০ লাখ টাকা করে ফরহাদ মাতুব্বরের হাতে তুলে দেয়।
এবং সন্তানদের তার মাধ্যমে লিউবিয়া পাঠায়। প্রায় এক বছর যাবত তাদের সন্তানদের কোন খোঁজ না পাওয়ায় ফরহাদ মাতুব্বরের কাছে গিয়ে সন্তানদের কথা জিজ্ঞেস করলে বিভিন্ন তালবাহানা করে সে। মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুটি মানবপাচারের মামলা হয়েছে। ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের নিখোঁজ মিলন মুন্সি ও আলামিন মুন্সির বাবা মিরাজ মুন্সি, নিখোঁজ সান্ত খানের বাবা খলিল খান।
নিখোঁজ মনির খন্দকারের বাবা ইউনুস খন্দকার, কালকিনি জনারজন্দী এলাকার নিখোঁজ জাফর মৃধার বাবা হারুন মৃধা, নির্যাতিত লিবিয়া থেকে ফেরত আসা হাফিজ সরদারের বাবা হেলাল সরদারসহ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ ব্যাপারে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুইটি মানবপাচার মামলা হয়েছে এ মামলায় অভিযান অব্যাহত আছে আসা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে তাকে আমরা বিচারের মুখোমুখি করব।