মাদারীপুরে এক ‘মানবপাচারকারী মাফিয়া’কে গণপিটুনি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মৃত কাদের মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর (৫৫) নামে মানবপাচারকারীকে বেশকিছু লোকজন ঘিরে ধরে মারধর করছেন।
জানা গেছে ,বৃহস্পতিবার দুপুরে কামাল একটি মামলার হাজিরা দিতে আদালতে এসেছিলেন। পরে তাকে একাধিক ভুক্তভোগী গণপিটুনি দিয়ে মাদারীপুর সদর থানায় সোপর্দ করেন। তার বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে একাধিক মামলায় রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের শতাধিক যুবককে উন্নত জীবন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ছিলেন কামাল।
পরে যুবকদের লিবিয়া দিয়ে অবৈধপথে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর তাদেরকে লিবিয়াতে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে। এরপর হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এমনই ভুক্তভোগী রাজীব মাতুব্বর, নিজাম, তাইফুল, তাহের, মুজাম হাওলাদর, শাহাবুদ্দিন, তারেক মাতুব্বরসহ শতাধিক যুবকের পরিবারের কাছ থেকে প্রথমে দফায় ১৩-১৪ লাখ টাকা হাতিয়ে নেয় কামাল মাতুব্বর। এরপরে লিবিয়া পৌঁছালে মাফিয়াদের হাতে বিক্রি করে দেন মানবপাচারকারী কামাল মাতুব্বর। লিবিয়ার মাফিয়ারা বন্দিশালায় যুবকদের আটকে রেখে তাদের উপর চালায় অমানুষিক নির্যাতন।
মুক্তিপণের টাকা আদায় করতে পরিবারকে নির্যাতনের ভিডিও দেখিয়ে ২০-৪০ লাখ হাতিয়ে নেয় মাফিয়াসহ মানবপাচার চক্র। প্রতিটি পরিবার ভিটেমাটি সহায় সম্বল বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়ে হন নি:স্ব। টাকা হাতিয়ে নেওয়ার পরে লিবিয়ার বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে আসতে পারলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ও বন্দীদের ফিরে পেতে মানবপাচারকারী কামাল মাতুব্বরের বাড়িতে ভিড় করেন অনেক ভুক্তভোগী পারিবার ও স্বজনরা। কিন্তু তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেন কামাল মাতুব্বর।
ভুক্তভোগীরা খোঁজ খবর নিয়ে জানতে পারে কামাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে আসবে। কামাল হাজিরা দিতে আদালতে গেলে ভুক্তভোগীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে আটক করে মাদারীপুর সদর থানায় সোপর্দ করেন।
ভুক্তভোগী রাজিব মাতুব্বর বলেন, কামাল মাতুব্বর লিবিয়া পাঠিয়ে আমাকে একটা অন্ধকার ঘরে এক মাস আটকে রেখে নির্যাতন করে। আমার পরিবার থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। মুক্তিপণের টাকা দিয়ে কোনা মতে বেঁচে ফিরে এসেছি। আমি মানবপাচারকারী দালাল কামাল মাতুব্বর এর শাস্তি চাই।
মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আসামি কামাল মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলায় হাজিরা দিকে আদালতে এসেছিল। পরে লোকজন তাকে ধরে এনে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও সব মামলায় জামিনে রয়েছে। তাই আদালতের রি-কল দেখে তাকে পরিবারের জিম্মায় বৃহস্পতিবার রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক পরিস্থিতির কারণে আমাদের জিম্মায় ছিল।