মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরব্রাহ্মন্দী এলাকায় সোহেল খানের একটি কুটার গোলে আগুন দেয় দুর্বৃত্তরা, এই ঘটনা নিয়ে সোহেল খানের বাবা খলিল খান প্রতিবাদ করলে মুজাম সরদার ক্ষিপ্ত হয়ে উঠে।
পরে তার লোকজন নিয়ে সোহেল খানের ৪টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ঘরবাড়ি ভাঙচুর করেছে।
এ সময় ঘরে থাকা ৩ লাখ টাকা ,৭ ভরি স্বর্ণ অলংকার এবং গোয়াল ঘরে রাখা ৪টি গরু নিয়ে যায় তারা।
ভুক্তভোগী মাসুদা বেগম বলেন, মুজাম সরদারের লোকজন হামলা করে আমাদের বসতবাড়ি ভাঙচুর করেছে ও লুটপাট চালিয়েছে।
আমি এর বিচার চাই। তবে মুজাম সরদার এই বিষয় মন্তব্য করতে রাজি হননি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলা মামুন বলেন, ঘটনা শুনে আমার পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।