মাদারীপুরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। এসময়ে তার হাইয়েজ গাড়ির চালকসহ আরো ৯ জন আহত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে চিত্র নায়ক রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো.মিন্টুর ছেলে মো.কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২) তারা মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইয়েজ গাড়ি যোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার প্রবীণ নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। এসময়ে পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়।
এসময় চিত্র নায়ক রুবেলসহ সকলের জীবন রক্ষার্থে চালক গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে হাইয়েজ গাড়িতে থাকা চিত্র নায়ক রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন।
পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে যায়।
চিত্র নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল।
এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১০ জনই কিছুটা আহত হন।
মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্র নায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।