মাদারীপুরের শিবচরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন দাদাভাই হাউজিং এস্টেট এর বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে বলেছেন, আমরা মনে করি যে কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। তেমনি অযৌক্তিকভাবে যে কোটা সংরক্ষণ করা আছে, এগুলোকে যৌক্তিক পর্যায় নিয়ে আসা দরকার। সে বিষয় আমরা কাজ করছি এবং করব। আমাদের সংবিধানে কোটার কথা বলা আছে।
অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরতার জন্য প্রয়োজন আছে। মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই। তাদের সন্তানরাও এখন কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেওয়া হবে কিনা? আদালত যে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও আমরা শিক্ষার্থীদের অভিভাবক। দেশের চাকরি ক্ষেত্রে উপজাতি, নারীসহ বিভিন্ন শ্রেণীর কোটা রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন রেখে লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য তিনি আহ্বান জানান।
শনিবার (১৩ জুলাই) দুপুরে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরি এমপি দাদাভাই উপশহরে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মো: নবীরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. হামিদুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরি ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউর রহমান। এর আগে মন্ত্রী শিবচর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এগুলো হলো কাঁঠালবাড়ী ইউনিয়নে প্রস্তাবিত মুজিব কনভেনশন সেন্টারের জায়গা ও শিবচর উপজেলা পরিষদে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন।