মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গামুখী লেনে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কে শত শত যানবাহন আটকা পরে। দেড়ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হলে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পার্কিং করে রাখা হয়। এ সময় পেছন থেকে আসা পর পর আরো দুটি ট্রাক, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোড়ে থাক্কা দিলে অন্তত ৪ জন আহত হন। এতে বন্ধ হয়ে যায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গামুখী সব যান চলাচলের। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে সাড়ে ৯টার দিকে ট্রাক তিনটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. আরিকুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া একজনকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।