মাদারীপুরের ডাসারে প্রকাশ্যে এক কলেজ ছাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ডাসার উপজেলার ধামুসা এলাকায় হাসি খানম নামের ছাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ছাত্রী সরকারি শেখ হাসিনা ইউমেন্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসি খামন নামের শিক্ষার্থী কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যাওয়ার পথে সাদা রংঙের একটি প্রাইভেটকার নিয়ে এসে তার সামনে এসে দাঁড়ায়। এ সময় ওই প্রাইভেটকার থেকে ৩/৪ জন ছিনতাইকারী নেমে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে চলে যায়। এ সময় সড়কে কোনো লোকজন ছিল না।
ভুক্তভোগী জানান, একটি সাদা রংঙের প্রাইভেটকার ব্যবহার করে আমার স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারীকে শনাক্ত করতে পারবে। আমি পুলিশের সহযোগিতা চাই।
ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে পুলিশ আইনি পদক্ষেপ নিবে।