মাদারীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে সমাবেশ
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর আয়োজনে মুক্ত মঞ্চে বিক্ষোভ; হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
মাদারীপুরে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপরে হামলার ঘটনার প্রতিবাদে মাদারীপুরে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্ত মঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো। প্রতিবাদ সমাবেশে মাদারীপুরের সকল দলের ছাত্র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপরে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময়ে বক্তব্য রাখেন মাদারীপুর ছাত্রদল নেতা পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা যুগ্ম আহ্বায়ক তাসিক রোমন, ছাত্রদল নেতা জোনায়েদ মিল্লা, মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা হামিম, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাসুদ পারভেজ প্রমুখ।