মাদারীপুর
গণভোজের আয়োজন থেকে মাদারীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজের অনুষ্ঠান থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন।
মাদারীপুরে আজ শুক্রবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গণভোজের আয়োজন করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকেই জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু ও খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।