মাদারীপুরে মিছিল থেকে তিন ভাইকে কুপিয়ে জখম
মাদারীপুরে জুলাই বিপ্লব দিবসের বিজয় মিছিল থেকে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরের কারণে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ জুলাই) বেলা ১২টার সময়ে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির বিজয় মিছিলে এই ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর আরেক ভাই মিলন মুন্সিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৩ জন মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার আজিজ মুন্সির ছেলে।
পুলিশ জানায়, জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে একটি বিজয় মিছিল বের করা হয়েছিল। মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম বলেন, গত ২৩ মার্চ সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন লিখন মুন্সি ও তার আরেক ভাই। এঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। এরই মধ্যে চিহ্নিত কিছু লোককে ধরার চেষ্টা চলছে।