মাদারীপুরের ডাসার উপজেলায় এক গৃহবধূর বাড়ির খাটের নিচে লুকিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলামকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (৭ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শুরু হয় চাঞ্চল্য। জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার সম্পর্কের জেরে সম্প্রতি ওই ছাত্রলীগ নেতা এক গৃহবধূর ঘরে গেলে, আচমকা গৃহবধূর স্বামী এসে পড়েন। তখন পরিস্থিতি বুঝে খাটের নিচে লুকিয়ে পড়েন জহিরুল। পরবর্তীতে স্বামী খাটের নিচ থেকে তাকে বের করে নিয়ে আসেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, গৃহবধূর স্বামী নিজেই জহিরুলকে টেনে বের করছেন এবং তার অভিযোগ তুলে ধরছেন। এরপর সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম সুজন বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল হয়েছে। খাটের নিচ থেকে যেভাবে তাকে বের করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। নিষিদ্ধ হলেও অপকর্ম থামছে না।”
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলাম দাবি করেন, “আমি এক প্রতিবন্ধী স্কুলে চাকরি করি। আমার কলিগ বন্ধুর দাওয়াতে ওই বাড়িতে খেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি।”
তবে খাটের নিচে লুকিয়ে থাকার বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।