মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় দুই ভাইসহ আহত তিন
আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের এই ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুলের বিচার দাবি করে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে হামলায় আহত দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে ঝাউদি ইউনিয়নের কালাইমারা ৯নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্ব মাদ্রা এলাকার জামাল মাতুব্বরের ছেলে তামিম (২২) ও সিয়াম (১৫)। অপরজন একই এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে রোমান ব্যাপারী (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে তামিম ও চেয়ারম্যানের সমর্থক আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায় চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়ে তামিম, সিয়াম ও রোমান কুপিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে আহত তামিম ও সিয়ামের বাবা জামাল মাতুব্বর বলেন, আমার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগ নেতা ও ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান আবুলের নির্দেশে সাইদুল আকন ও কেরামত খার নেতৃত্বে আমার ছেলেদের উপরে হামলা করা হয়েছে। আমি এর বিচার চাই।
এদিকে মাদারীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবুল চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ।
এসময় বিক্ষুব্ধরা বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি হয়েও চেয়ারম্যান আবুল এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। যে কারণে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা ও ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল।
দলীয় সূত্রে জানা গেছে, ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল সে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ঘটনার বিষয় জানতে চাইলে ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: শিহাব চৌধুরি জানান, আহত ৩ জনের মধ্যে তামিম ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বললেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা । তিনি আরো জানান, ঘটনায় মামলা হলে পুলিশ দোষীদের গ্রেফতার করবেন।