কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশারী ও গরীব পঙ্গু মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এসব মশারী ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর আহবায়ক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটন প্রমুখ।
অনুষ্ঠানে ২ শত মশারী ও ৯টি হুইলচেয়ার বিতরণ করা হয়।