‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্য স্লোগান নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
বুধবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, ওসি তদন্ত জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, সমাজ সেবা অফিসার এহসানুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, যুব লীগ নেতা এম এ হালিম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে ডামি ডিসপ্লে প্রদর্শন করেন।