কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা শেষে উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের মধ্যে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও তাপমাত্রা নির্ণায়ক মেশিন তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বক্তব্য রাখেন। বক্তব্যে তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সোনাহর আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, শেখ মোস্তাফিজুর রহমান অফিসার্স ইনচার্জ হোসেনপুর থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমেদ, (সাবেক) আওয়ামী যুবলীগের সভাপতি এমএ হালিম, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম জহির রায়হান, মাওলানা আব্দুল ওয়াদুদ মকসুদ প্রমুখ।