সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামান সেলিম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মুক্তি যোদ্ধার আব্দুর রহিম, কৃষি অফিসার এমরুল কায়েস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল ও ১৫ টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক উপস্থিত ।
সভায় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা, নিরাপত্তা, প্রস্তুতি ও অন্যন্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।