কিশোরগঞ্জ

আগুনে পুড়লো কৃষকের কপাল

হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া নামা পাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয় মনু বেপারির বাড়ি।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া  নামাপাড়া গ্রামের কৃষক ইসমাইল মিয়ার গোয়াল ঘর থেকে আগুনের সূত্র হয়ে সোমবার রাত সাড়ে ১১ টায়  বসতঘর,গোয়ালঘর,গোলা ভরা ধান,দীর্ঘদিনের জমানো অর্থ সহ সবকিছু পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে গেছেন।  
স্থানীয় সুত্রে জানা যায়;  গোয়ালঘরে গরুকে মশা থেকে  রক্ষা করার জন্য খড় খুটা ও শুকনো গোবর দিয়ে প্রতিদিনের মত ধোঁয়া দিয়ে ঘুমিয়ে পড়ে। এ ধোঁয়া থেকেই সোমবার রাতে আগুনের সুত্রপাত ঘটে৷ সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন আগুন  আরও ভয়াবহ রুপ ধারণ করতে থাকে।
Image
এ সময় আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পরলে  ইসমাইল মিয়ার বসত ঘর,বসত ঘরে থাকা সকল আসবাবপত্র,দলিলপত্র, জমানো টাকা,  রান্নাঘরে রাখা ১৩০ মন  মজুত ধান পুড়ে ছাই হয়ে যায়। 
আগুনের লেলিহান শিখা দেখে আশ পাশের মেছেরা, আতকা পাড়া, পিপলা কান্দি গ্রামের লোকজন গিয়ে কলাগাছ কেটে ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে  অগ্নিকান্ডে পাশের  মিলন মিয়া,আতাব মিয়ার,
স্বপন মিয়া,  মালেক মিয়া  ও আব্দুল হেলিম মিয়ার ৬ টি গোয়াল ঘর পুড়ে যায়।
হোসেনপুর ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার শামছুল আলম জানান;  খবর পেয়ে তাৎক্ষণিক  দু’ টি ইউনিট ছুটে গেলেও বাড়ির সাথে যোগাযোগের রাস্তা সরু হওয়ায়, ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারে নাই এজন্য  আগুন নিয়ন্ত্রণে দেরী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু বেশী হয়েছে।
Image
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) কাজী নাহিদ ইভা  রাতেই ঘটনা স্থল পরিদর্শন করে  ক্ষতি পূরণের আশ্বাস দেন। এ সময় হোসেনপুর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও  অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন সাথে ছিলেন। 

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker