কিশোরগঞ্জের হোসেনপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর এলাকার মো: হাসেম উদ্দিন এর বসত বাড়ির পূর্ব পাশে হোসেনপুর বাজার হইতে ধনকুড়াগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: সজিব (২৫) নামে ঐ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ওই পৌর এলাকার ধনকুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাঁর সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার ওসি মো: নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।