গ্রাম্য সালিশ থেকে বের হয়ে আত্মহত্যা করেছেন কৃষক আবু তাহের (৪৫) বরচারা গ্রামের শবজের আলীর বড় ছেলে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, আবু তাহেরের বাবা শবজের আলীর সাথে চাচা জাহাজ মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এসব বিরোধ মিমাংসায় অসংখ্য বার গ্রাম্য সালিশ বসলেও, বিবাদী জাহাজ মিয়া প্রতিবার বিজ্ঞ সালিশিয়ানদের অমান্য করে, সালিশ বর্জন করে আসছে।
অপর দিকে দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারণে জায়গা বিক্রির চেষ্টা করছিলো আবু তাহের। কিন্তু জমি সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়ায়, আর্থিক সমস্যা সমাধানে জমি বিক্রি করতে পারছিলো না। মূল্যত এমন ক্ষোভে গ্রাম্য সালিশ থেকে বের হয়ে, বাবা শবজের আলীকে ফোন করে বলে, জায়গায় সমস্যা সমাধান হবে আমি মরার পর। এর কয়েক মিনিট পরের শুনা যায় আবু তাহের তাদের লটকন বাগানে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।