মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে ডায়াবেটিস কর্নার স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠের উত্তর পাশে এ কর্নারের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, বিশেষ অতিথি হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তানভীর হাসান জিকু, আরএমও ডা.কায়সার আহমেদ, উপজেলা প্রকৌশলী গালীব মুরশীদ, জাইকা ইউডিএফ পলাশ কর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন প্রমুখ।
জাইকা প্রতিনিধি পলাশ কর জানান, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্তৃক হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্নার স্থাপন প্রকল্পে ৪৪ লাখ ৬৯ হাজার ২৭৪ টাকা ব্যয় ৩য় তলা ভবনের প্রাক্কলন ব্যয় কাজটি ক্রমে বাস্তবায়ন করা হলেও পরবর্তীতে আরো বরাদ্ধ দেওয়া হবে। কাজটি নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার বনপাড়ার মিম ডেভেলাপমেন্ট ইঞ্জিনিয়ার লি. বাস্তবায়ন করবে।