মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে লরি- ট্রাকের চাপায় প্রাণ গেলো বৃদ্ধা আমির হোসেন (৬০)। তিনি সিদলা ইউনিয়নের ধুলিহর গ্রামের মাজিম উদ্দিন বেপারির ছেলে।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুর পৌঁনে দুইটার সময় হোসেনপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের পাগলা বাজার এলাকায় মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার পথে একটি লরি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ লরি ট্রাকসহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাহিদ হাসান সুমন জানান,এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।