মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মো: ইসমাইল হোসেন (২২) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর নদীর পাড়ের মো: মাহতাব উদ্দিনের ছেলে।
রবিবার রাত ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে অটোরিকশা করে পাকুন্দিয়া উপজেলার চর পলাশ রইছ উদ্দিন ফকিরের বার্ষিক ওরশ শরীফে যাওয়ার পথে কালিয়া চাপরা হোসেনপুর সড়কের কুড়িমারা পুলেরপাড় নামক স্থানে পিছন দিক থেকে বালুবাহী লরি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।