মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর থানা প্রশাসন, হোসেনপুর ফায়ার সার্ভিস, হোসেনপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, হোসনপুর সরকারি কলেজ, হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজ, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, হোসেনপুর পাইলট বালিকা স্কুল, হেসেনপুর বিএম কলেজ, হোসেনপুর আদর্শ স্কুল, সদর দাখিল মাদ্রাসা, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর তাৎপর্য উল্লেখ পূর্বক তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, বিশেষ অতিথি হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, জেলা আ’লীগের সদস্য ও ক্রীড়াবিদ শাহ মাহবুবুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, শ্রমিক লীগের আহবায়ক মো: নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনও এর নাজির রাফিউল ইসলাম।