কিশোরগঞ্জ
Mission 90 News
Send an email
ফেব্রুয়ারি ৯, ২০২৪সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ৯, ২০২৪
বালুবাহী ট্রাক চাপায় রিক্সা চালকের মর্মান্তিক মত্যু
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রতিদিনের ন্যায় কাক ডাকা ভোরে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হলা না রিক্সা চালক আওয়াল মিয়ার (৫০)।
শুক্রবার (৯ ফেব্রয়ারী) দুপুর নিহত আওয়াল মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর বাজার থেকে যাত্রী নিয়ে গফরগাও যাওয়ার পথে হোসেনপুর সদর গরুহাটা চৌরাস্তায় একটি নম্বরবিহীন বালুবাহী লরি ট্রাক চাপা দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হোসনেপুর হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়ছে বলে ডা: মাহমুদ আল নুর জানান।
এতে এক মহিলা যাত্রী আহত হয়েছে। এদিকে স্থানীয় লোকজন জানান, এসব অবৈধ নম্বরবিহীন ট্রাক নিয়মের তোয়াক্কা না করেই একটি প্রবাভশালী মহলের ছত্রছায়ায় দিনরাত শত শত ট্রাক দিয়ে কোটি কোটি টাকার বালু লুট করছে।