মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিযদ গঠন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি একেএম মোহাম্মদ আলী, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের ময়মনসিংকের ফরিদ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক অগ্রগামীর তাশারফ শাহী,দৈনিক নয়া শতাব্দীর আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন ,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, যুগ্ম সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিনের আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক দৈনিক গড়ব বাংলাদেশ ও মিশন৯০ এর জেলা প্রতিনিধি মাহফুজ রাজা, তথ্য ও যোগাযোগ দৈনিক সময়ের আলোর শামীম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তাজুল ইসলাম বুলবুল, কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক সূর্যোদয়ের তৌহিদুল ইসলাম সরকার, কটিয়াদী সমাচারের এনামূল হক বাদল,মাওলানা নাজমূল হক,দৈনিক জনতার শাহীন আহমেদ,দৈনিক পূর্বকন্ঠের খায়রুল ইসলাম ফকির, দৈনিক আমার বাংলার শাহ ফরিদ আহমেদ।