মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে পানির অভাবে রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। ধান রোপণের মৌসুমে বৃষ্টির পানি না পাওয়ায় বিকল্প ব্যবস্থায় সেচ দিয়ে আমন চাষ করছেন কিছু কিছু চাষি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
জানা যায়, বৃষ্টির মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং রোদের প্রখর তেজের কারণে সংকুলান হচ্ছে না সেচে। শুকিয়ে যাচ্ছে রোপা আমন ক্ষেত। তিন-চার দিন পর পর পানি দিয়েও মাটি ভিজিয়ে রাখা যাচ্ছে না। দ্রুতই মাটি ফেটে যাওয়ায় সেচের পানি তেমন কাজে আসছে না। ফলে বাড়ছে চাষের খরচ।
চাষীরা জানান, বর্ষায় বৃষ্টির অপেক্ষায় থাকলেও আশানুরূপ বৃষ্টি হয়নি। ফলে জমিতে চাষ দেওয়া যায়নি। বাধ্য হয়ে সেচ দিয়ে কিছু জমি চাষ করছি। কাটা-মাড়াইয়ের খরচ বাদে আমন চাষে প্রতি ৪০ শতকে এখন খরচ হচ্ছে ১৬ হাজার টাকা।
উপজেলা কৃষি অফিস বলছে, চলতি রোপা আমন মৌসুমে হোসেনপুরে সাত হাজার ৫৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বৃষ্টির পানির অভাবে কিছু জমিতে শ্যালো মেশিন দিয়ে ধান রোপণ করা হচ্ছে। যার মধ্যে বেশির ভাগ জমিতে চাষ হয়েছে ব্রি-২৮। এ ছাড়া রয়েছে ব্রি-৩৯, ব্রি-৪৯, ব্রি-৫২, ব্রি-৮৭, বিআর-২২ ও বিআর-২৩ জাতের ধান।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম শাহজাহান কবির বলেন, বৃষ্টি না হওয়ায় এবার আমন ধান চাষ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে আশা করছেন তিনি।