মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সকালে হালকা কুয়াশার বিচরণ, প্রকৃতি ধীরে ধীরে গরম সাজ খুলে তুলতুলে নরম ভোরে হেলে পড়া শুরু করেছে। এ যেন শীতের আগমনী বার্তা। এরই মাঝে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে, শীতের আগেই আগাম শাকসবজি বাজারে তুলতে পারলেই অধিক টাকা উপার্জন করা সম্ভব বলে চারা তৈরী ও জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানাযায়, জেলার ১৩টি উপজেলায় ১০ হাজার ১২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।
সম্প্রতি চাষিরা সবজি চাষ করে লাভবান হওয়ায় সবজি চাষে ঝুঁক বাড়ছে কৃষকদের।
বেগুন, মুলা, টমেটো, শিম, বরবটি, শসা, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজি চাষ করার লক্ষ্য নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। কাকডাকা ভোরে মাটির সাথে যোদ্ধ করে মাটির বুক ছিরে সোনা ফলানো কৃষকরা কোদাল, খাচি,নিড়ানি, মই ইত্যাদি দেশিয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ছেন জমির বুকে।চোখেমুখে সফলকাম হবার রঙিন স্বপ্ন।
কৃষকরা ক্ষেত থেকে আগাছা পরিস্কার এবং পর্যাপ্ত পানি দিচ্ছে। কেউ কেউ ফসলের উপর বিভিন্ন পোকা-মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক ছিটিয়ে যাচ্ছে। প্রতিটি জমিতেই ভালো ফসল উৎপাদনের জন্য কৃষকরা যত্ম সহকারে পরিশ্রম করে যাচ্ছে। তবে মাঠ থেকে পরিপূর্ণ শাকসবজি তুলতে আরও কয়েকদিন সময় লাগবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি ইউনিয়নে ৩ জন করে উপ-সহকারী কৃষি প্রকৌশলী মাঠে নিয়োজিত আছে।