মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবের ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন রাসেল(২২),জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিবের ছেলে রাসেল।
গার্মেন্টসে চাকরি করে আর বাবার গরু বিক্রি করে টাকা জমিয়ে বড় আশা নিয়ে সৌদি পাড়ি জমাতে চেয়েছিলেন এই যুবক।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এই দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির সঙ্গে শতাধিক যাত্রী আহত হয়েছেন।নিহতের তালিকায় রাসেলও রয়েছে।
নিহত রাসেলের চাচা মো. জাকারিয়া ভূইয়া জানান, হাবিবের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলেদের মধ্যে রাসেল সবার বড়।
২০১৮ সালে রামপুরার একটি গার্মেন্টসে চাকরি নেন রাসেল। পরিবারের সদস্যরা গার্মেন্টসে চাকরি করে ও গ্রামে থাকা সর্বশেষ সম্বল গরুটি বিক্রি করে টাকা ব্যবস্থা করেছিল রাসেলের জন্য।
জাকারিয়া ভূইয়া আরও জানান, রাসেল কিছুদিন আগে গ্রামে এসেছিল স্বজনদের কাছ থেকে বিদায় নিতে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তার ফ্লাইট ছিল। এজন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন এগারোসিন্ধুর ট্রেনে।