মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রেম হলো স্বর্গীয় আভা,প্রেম মানেনা কোনো বাঁধা,প্রেম কখন কোথায় কার মনে বাসা বাঁধে তা বলার সাধ্য কারও নেই।তাই-ই তু কবি বলেছেন,প্রেমের ফাঁদ পাতা সুন্দর ভূবনে কে কখন কোথায় আটকা পড়ে কে জানে!
সেই স্বার্থহীন ভালোবাসার জানান দিলেন কিশোরগঞ্জে এসে মালয়েশিয়ান তরুণী লায়লা মিয়া আব্দুল্লাহ। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানকে বিয়ে করেছেন তিনি। ৯ অক্টোবর সরেজমিনে দেখা যায় দলবেঁধে মানুষজন নবদম্পতি দেখতে আসছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে।
জানা যায়,কর্মের খাতিরে মালেশিয়া থাকেন জোবান সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।৭ মাস চলে তাদের প্রেম।
জোবান জানান,লায়লার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোন বাংলাদেশে আসে জোবানের সাথে। শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ে হয়।
তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।