মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক দেশ পরিচালনা, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পিতলগঞ্জ বাজারে এ মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি শাহজাহান পারভেজ, পৌর মেয়র কাইয়ুম খোকন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম,সিদলা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আহাদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল আলম প্রমুখ।
প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মীর মিছিল নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় যোগদেন সিদলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মারুফ আহমেদ (আফাজ)। এছাড়াও সিদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শামীম আহমেদ এর নেতৃত্বে বর্নাঢ্য মিছিলসহ অসংখ্য নেতাকর্মী,সমর্থকরা আনন্দ মুখর পরিবেশে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই সভায় ব্যান্ড মিউজিক ও লাঠি খেলার তালে স্লোগানে স্লোগানে যোগ দেন,সৃষ্টি হয় গণজোয়ারের।