সিপিসি-২,RAB-14, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ঃ৩০ থেকে ৯ টা নাগাদ, জেলার সদরের জালুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।যানা যায় -তারা প্রাইভেট কার করে ফেনসিডিল পাচার করে।
পরে প্রাইভেট কার তল্লাশি করে উদ্ধার হয়েছে ১৭৯ বোতল ভয়ংকর ক্ষতিকর নেশার ফেনসিডিল এবং চারটি মোবাইল ফোন।সাথে প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
সূত্র মতে জানতে পারি- গ্রফতারকৃত দুজনের ঠিকানা- আব্দুল হাই হিরার ছেলে হেফজুর রহমান(৩২) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামে।অপরজন বগুরা জেলা সদরের ইসরাফিল মিয়ার ছেলে হাসনাত(১৯)।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।তাদের বহনকারী প্রাইভেট কারে থাকা
১৭৯ টি ফেনসিডিল বোতল ও মাদক পাচার কাজে ব্যবহারকৃত চারটি মোবাইল ফোন জব্দ করে সাথে বহনকারী প্রাইভেটকারটিও।
RAB এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বি এন এম শোভন খান বলেন-বর্তমানে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে গ্রেফতার কৃতদের পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
উল্লেখ্য প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদে তারা স্বীকারোক্তি দিয়েছেন, দীর্ঘদিন মাদক ব্যাবসার কাজে জড়িত থাকার কথা।