✑ মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ৬ মাসের কারাদণ্ড ও ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে হোসেনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন উপজেলার গোবিন্দপুর গ্রামের নবী হোসেনের ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত সিরাজ উদ্দিনের নামে হোসেনপুর থানা ও পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একাদিক মামলা রয়েছে। এনআই অ্যাক্ট ১৩৮ ধারার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ৯০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ওসি মো: আসাদুজ্জামান টিটু জানান, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে সিরাজ উদ্দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।