কিশোরগঞ্জের হোসনপুরে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত নজরুল ইসলাম হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বীরকাটিহারী গ্রামের মরহুম কেরামত আলীর ছেলে তাইজ উদ্দিন (তাজু) ও একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হৃদয় মিয়া। আসামীদ্বয় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন৷
এর আগে শনিবার (৬ মে) ভোরে তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।
ওসি আসাদুজ্জামান টিটু জানান,লাগাতার অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য আসামিদেরও গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল সকালে ঈদগাহে কারা আগে এবং কারা পরে ঈদের নামাজ আদায় করবেন, এ নিয়ে একই গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নজরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়।