কিশোরগঞ্জ

আমি এহন সংসার কেমনে চালাবো?

আজকের সকালটা তাঁর জন্য বিষাদময়। ঘুম থেকে উঠেই দেখলেন তার উপার্জনের একমাত্র অবলম্বন মিশুকের ব্যাটারি ও চার্জার নাই!  চুরি হয়ে গেছে। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজরী গ্রামের অসহায় মিশুক চালক বাদল মিয়ার কথা। নিজ ঘরের দরজার সামনে প্রতিদিন রাতে মিশুকটি চার্জ দিতেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে তার ব্যাটারি চালিত মিশুকের চারটি ব্যাটারি ও চার্জার চুরি হয়ে যায়।

জানা যায়, অসহায় মিশুক চালক বাদল মিয়া দুই বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিলেন ব্যাটারি চালিত এ মিশুকটি। মিশুক চালিয়ে দিন এনে দিন খেয়ে কোন মতে চলছিল সংসার। ছোট্ট একটি একচালা ঝুপঁড়ি ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকে সে। উপার্জনের একমাত্র অবলম্বন মিশুক গাড়ির ব্যাটারি হারিয়ে দিশেহারা তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে দেখা হলে অশ্রুসিক্ত চোখে তিনি বলতে লাগলেন, ‘চোরে আর চুরি করার জায়গা পেলনা! আমি এহন কীভাবে সংসার চালাইবাম? সমিতির টেহা কইত্তে দেম?’ 

এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীন ইসলাম জানান, অসহায় বাদল মিয়ার ব্যাটারি চুরি হওয়া দুঃখজনক ঘটনা। ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন বলেও জানান।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker