কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার (২ মে) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে এবং হোসেনপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ।