সূয্যিমামা জাগার আগেই জেগে উঠে নুন আনতে পান্তা ফুরানো অভাবী লোকজন ছুটে এসেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের পৌর এলাকার কুঁড়িঘাট। চোখে-মুখে তাদের অসহায়তার ছাপ। এখানে এক শ্রেণির মানুষ আসেন ‘বিক্রি’ হতে আরেক শ্রেণির মানুষ আসেন কিনতে। চলতে থাকে দরদাম, পণ্যের দামের মতোই ওঠা ও নামা করে।বলছি শ্রম বিকিকিনির হাটের সওদার গল্প,এখানে কোনো পণ্য নয় সওদা করা হয় মানুষ কিম্বা শ্রম।
স্থানীয় ভাষায় কেউ তাদের বলে কামলা, কেউ বলে মুনি, ভদ্র ভাষায় অনেকে ডাকেন কৃষি শ্রমিক বলে। এখন চলছে বোরো ধান কাটার মৌসুম এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষি শ্রমিকরা এসে শ্রমিকের হাটে বসে।
সরেজমিনে কুঁড়িঘাট শ্রমিকের হাট ঘুরে দেখা গেছে,উপজেলার বিভিন্ন গ্রামের অভাবী লোকজন এসেছেন কাজের সন্ধানে। এ মৌসুমে কৃষি শ্রমিকের চাহিদা বেশি। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এ শ্রমিকের হাট।
এ হাটে যারা আসেন তারা মূলত প্রতিদিনের জন্য ‘বিক্রি’ হচ্ছেন।কেউ কেউ আবার একাধিক দিনের জন্যও শ্রম বিক্রি করেন তবে তার সংখ্যা কম।
সম্প্রতি বোরো ধান কাটা চলমান থাকায় শ্রমিকের হাটও জমে উঠেছে। বর্তমানে ৭শ থেকে ১০০০ টাকায় প্রতিদিন হিসেবে শ্রম বিক্রি হচ্ছে।