কিশোরগঞ্জ

হোসেনপুরে ঈদের জামাত নিয়ে সংঘর্ষ: প্রাণ গেলো একজনের

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ নিয়ে দু গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সুত্রে জানা যায়, পুরাতন মসজিদ সংক্রান্ত জের ও পরবর্তীতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বীর কাটিহারী গ্রামে দুটি গ্রুপের সৃষ্ট হয়৷ এ বিষয়কে কেন্দ্র করে এ এলাকায় একটি মসজিদ থাকার পরও অন্য গ্রুপ আরেকটি মসজিদ নির্মাণ করে। কিন্তু ঈদের নামাজের জন্য একটি মাঠ থাকায় দু গ্রুপকেই এ মাঠে নামাজ আদায় করতে হয়। 

এর আগে গতকাল এ দু গ্রুপের লোকজন সকাল ৭ টা ও ৯ টায় দুটি জামাতে পৃথকভাবে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু সকালে এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘর্ষের রুপ নেয়। এ সময় নজরুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker